রানের চূড়ায় শ্রীলঙ্কা

0
10

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে রানের পাহাড়ে শ্রীলঙ্কা। ৪১১ রানের বড় লিডে রয়েছে দলটি। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৫৩৭ রানের জবাবে জিম্বাুয়ে করেছে ৩৭৩। দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ব্যাট করছে ২৪৭ রানে। উইকেট হারিয়েছে ৬টি। বিশাল সংগহ্র করলেও এখনো ইনিংস ঘোষণা করেনি সফরকারীরা। পঞ্চম ও শেষ দিনের শুরুতেই তা হতে পারে।

প্রথম ইনিংসে অর্ধশতকের (৫৬) পর এবার সেঞ্চুরির দেখা পেয়েছেন দিমুথ করুনারাত্নে। ১১০ করে মাঠ ছাড়েন লঙ্কান ওপেনার। মিডলঅর্ডারে নামা ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে আসে ৬৪। আসিলা গুনারাত্নে ১৬ ও দিলরুয়ান পেরেরা ১ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। চারটি উইকেটই তুলে নেন জিম্বাবুইয়ান উঠতি পেসার কার্ল মুম্বা। বাকি দু’টি নেন ক্রিস এমপুফু ও ম্যালকম ওয়ালার।

এর আগে প্রথম ইনিংসে লঙ্কানদের ৫৩৭ রানের বিশাল সংগ্রহের জবাব ৩৭৩ রানে অলআউট হয় স্বাগতিকরা। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে ১০২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক গ্রায়েম ক্রেমার। এছাড়া তিনো মায়োইয়ো ৪৫, হ্যামিল্টন মাসাকাদজা ৩৩, পিটার মুর ৭৯ ও ডোনাল্ড তিরিপানো ৪৬ রান করে আউট হন।

সুরাঙ্গা লাকমাল ও রঙ্গনা হেরাথ তিনটি করে উইকেট লাভ করেন। দিলরুয়ান পেরেরা দু’টি আর একটি করে নেন লাহিরু কুমারা ও কুশল মেন্ডিস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here