নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রানের পাহাড় গড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৪ রান সংগ্রহ করেছে দলটি। তবে কোনো ব্যাটারই সেঞ্চুরি হাঁকাতে পারেননি। চার ব্যাটার হাঁকিয়েছেন ফিফটি। জিততে হলে ব্রাদার্সকে করতে হবে এখন ৩৪৫ রান।
সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতে অধিনায়ক মেহেদী মারুফের উইকেট হারায় ব্রাদার্স। এরপর ১৩৩ রানের দুর্দান্ত এক জুটি গড়েন আরেক ওপেনার আনিসুল ইসলাম ও হাবিবুর রহমান। ৬৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬৫ রান করা আনিসুলের বিদায়ে ভাঙে সেই জুটি। এরপর ৫৫ বলে ৯ চার ও ৫ ছক্কায় ৮১ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন হাবিবুর।
চতুর্থ উইকেটে সাব্বির হোসেন ও আল আমিন জুনিয়রের ১১৪ রানের জুটিতে বিশাল স্কোরের ভিত পায় গাজী গ্রুপ। শেষ পর্যন্ত সাড়ে তিনশ রান ছুঁইছুঁই স্কোর গড়ে দলটি। দলের পক্ষে ৭৮ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৪ রান করেন সাব্বির। ৬৬ বলে ৬ বাউন্ডারিতে ৬৪ রান আসে আল আমিনের ব্যাট থেকে।
ব্রাদার্সের হয়ে রাহাতুল ফেরদৌস জাভেদ ৫৬ রানে ৩ উইকেট শিকার করেন সর্বোচ্চ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post