নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফিফটির দেখা পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর টানা ব্যর্থ বাঁহাতি এই ব্যাটার। অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটির দেখা পেলেন তিনি। সোমবার দিল্লিতে ৫৮ বলে বিশ্বকাপে নিজের দ্বিতীয় ফিফটি হাঁকালেন শান্ত।
শ্রীলঙ্কার দেয়া ২৮০ রানের লক্ষ্য তাড়ায় ফিফটি করেছেন শান্ত। বিশ্বকাপে এটি দ্বিতীয় ফিফটি তার। ৫৮ বলে চার মেরে ফিফটি পূর্ণ করেন শান্ত। ইনিংসে এখনো পর্যন্ত কোনো ছক্কা না হাঁকালেও ৮টি চার মেরেছেন। দ্বিতীয় উইকেটে সাকিবের সঙ্গে পঞ্চাশোর্ধ জুটিতে দলকে নিয়ে যাচ্ছেন সামনের দিকে।
দায়িত্ব নিয়ে শান্ত ইনিংসটা বড় করতে পারলে আসরের দ্বিতীয় জয়ের দেখা পেতে পারে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শান্ত। ২১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩৩ রান। ৬১ বলে ৫৬ রানে খেলছেন শান্ত। সাকিব আল হাসান ৩৭ বলে ৩৭ রানে অপরাজিত রয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post