স্পোর্টস ডেস্কঃ নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ড নিশ্চিত করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল সোমবার সেন্ট ভিনসেন্টের অ্যারোনেস ভ্যালে স্টেডিয়ামে নেপালকে ২১ রানের ব্যবধানে হারিয়েছে। গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটা জিতে নিশ্চিত করেছে সেরা আট।
আগে ব্যাট করে ব্যাটিং ব্যর্থতায় ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর বোলাররা এনে দিলেন রেকর্ড গড়া এই জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর চেয়ে কম রান করে জেতার নজির নেই আর কোনো। চার ম্যাচে ৩ জয় নিয়ে সুপার এইটের টিকেট নিশ্চিত করেছে টাইগাররা। এই প্রথম বিশ্বকাপের এক আসরে তিন ম্যাচ জিতল বাংলাদেশ।
আগে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ৭৫ রানেই ৮ উইকেট চলে গিয়েছিল বাংলাদেশের। সেখান থেকে ১০৬ রান করার পর বোলাররা, বিশেষ করে তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমানদের হিসেবী ও কার্যকর বোলিংয়ে প্রতিপক্ষ মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায়। অল্প রান নিয়েও বাংলাদেশ পায় ২১ রানের বড় জয়। এমন জয়ের পর বোলারদের সামর্থ্যের ওপর অগাধ বিশ্বাসের কথা জানান শান্ত।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘এই রাউন্ডে আমরা যেভাবে খেলেছি তাতে খুব খুশি। আশা করি আমরা ব্যাটিং বাদে বোলিং পারফরম্যান্সটা এভাবেই চালিয়ে যাব। আমরা খুব বেশি স্কোর করছি না, তবে আমরা বিশ্বাস রেখেছি যে আমরা সেটা ডিফেন্ড করতে পারব। আমরা যেভাবে বোলিং করেছি, তাতে আমরা জানতাম যে আমরা উইকেট নিতে পারব এবং (এই রান) ডিফেন্ডও করতে পারব। ফিল্ডাররাও ভালো করেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post