স্পোর্টস ডেস্ক:: সেরা ছন্দে নেই বাবর আজম। বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান অধিনায়ক বিশ্ব মঞ্চে গিয়ে ধুঁকছেন রানের জন্য। জিম্বাবুয়ে আর ভারতের কাছে নিজেদের প্রথম দুই ম্যাচ হারের পর তাদের বিশ্বকাপে টিকে থাকার সমীকরণও ‘কঠীন’ হয়ে পড়েছে।
‘কঠীন’ সেই পথ কিছুটা এগিয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে। তবে ‘দুর্বল’ প্রতিপক্ষ পেয়েও রানরেট বাড়িয়ে না নেওয়ার আক্ষেপ আছে। কারণে পাকিস্তান গ্রুপে নেদারল্যান্ডস ছাড়া আর সব দলেরই এখনো সেমি খেলার সম্ভাবনা আছে। শেষে এই রানরেটই হয়ে উঠবে গুরুত্বপূর্ণ।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পুরো ইনিংস ব্যাট করে সর্বনিম্ন রান সংগ্রহের লজ্জার ‘রেকর্ড’ করেছে নেদারল্যান্ড। পাক বোলারদের তোপে পড়ে দলটি ৯ উইকেটে মাত্র ৯১ রান তুলেছে। এই অল্প টার্গেট দ্রুত টপকে গেলে পাকিস্তান রানরেট বাড়াতে পারতো। কিন্তুু তা করতে পারেনি বাবর আজমের দল। ১৪ ওভার ব্যাট করে তারা জিতেছে ৪ উইকেট হারিয়ে।
ম্যাচ শেষে তাই রানরেট বাড়িয়ে না নেওয়ারই আক্ষেপই ঝড়েছে বাবরের কণ্ঠে। জানিয়েছেন, রান তাড়ায় আগে এর চেয়ে ভালো ছিলেন তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘জিতলে আত্মবিশ্বাস বাড়ে। তবে আমরা রান তাড়ায় এর চেয়ে ভালো ছিলাম আগে। এই ম্যাচের ইতিবাচক দিকগুলো সামনের ম্যাচে কাজে লাগবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/00