নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ডমিনেটরসের বিপক্ষে সিলেট পর্বের শেষ দিনে বড় সংগ্রহ পাওয়া হলো না ফরচুন বরিশালের। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৫৬ রান করেছে বরিশাল। দলের অধিনায়ক সাকিব আল হাসান ইনিংস বড় করতে পারেন নি। ওপেনার এনামুল হক বিজয় ও মিডল অর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে মাঝারি সংগ্রহ দাঁড় করিয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বর দলটি।
টস জিতে ব্যাটিং করতে নেমে এনামুল হক বিজয় ও সাইফ হাসানের ব্যাটে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান তোলে বরিশাল। তবে তাদের এই জুটি ভাঙে ১৫ রান করা সাইফের বিদায়ে। তিনে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। মাত্র ৫ রান করেন তিনি।
ছন্দে থাকা ইফতিখার আহমেদও ফিরে যান দ্রুত। তাঁর ব্যাট থেকে আসে ১০ রান। ৩৫ বলে ৪২ রান করেন বিজয়। ৩৯ রান করে বিদায় নেন মাহমুদউল্লাহ।১৪ রান করেন সালমান। ঢাকার হয়ে হামজা দুটি উইকেট নিয়েছেন। এ ছাড়া একটি করে উইকেট পেয়েছেন নাসির, সৌম্য, শরিফুল, সালমান এবং আল আমিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০