নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগে তৃতীয় ম্যাচে এসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটি ২০ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ম্যাচে রান পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হয়েছেন ম্যাচ সেরাও। সুপার লিগের তিন ম্যাচেই রান পেলেন তিনি। যার মধ্যে দুটিতেই ফিফটি। আরেকটি চল্লিশোর্ধ্ব ইনিংস।
নারায়ণগঞ্জের ফতুল্লায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে মোহামেডান। দলের শুরুটা মোটেও ভালো হয়নি। মাত্র ১৭ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটার অধিনায়ক ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন ও রুবেল মিয়া একে একে প্যাভিলিয়নের পথ ধরেন।
এরপর চতুর্থ উইকেটে দলের হাল ধরেন আব্দুল মজিদ ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজনে মিলে ১৩৩ রানের দারুণ এক জুটি গড়েন। এরপর আরও কয়েকটি ছোট জুটি দলকে আড়াইশর কাছাকাছি লড়াকু সংগ্রহ এনে দিতে সহায়তা করে। দলের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন। ৯৫ বলের সেই ইনিংসে ৩টি করে চার ও ছয় হাঁকান। ৩ চার ও ২ ছক্কায় ৮৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেন আব্দুল মজিদ। ৪৪ বলে ১ চার ও ৬ ছক্কার মারে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন আরিফুল হক।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে টিপু সুলতান ৩টি, মোহাম্মদ এনামুল ও জয়নুল ইসলাম ২টি করে উইকেট লাভ করেন।
২৪১ রানের জবাবে খেলতে নেমে শুরুটা ভালো না হলেও, পরবর্তীতে ম্যাচে বেশ ভালোভাবেই ছিল গাজী গ্রুপ। কিন্তু মাঝে দ্রুত উইকেট হারানোয় রানের গতি কমে যায়। শেষ পর্যন্ত ৪৯ ওভারে ২২০ রানে অলআউট হয়ে পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের হয়ে ৭৯ বলে ১ বাউন্ডারি ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন এসএম মেহরব। ৪ বাউন্ডারিতে ৪২ রান করেন ওপেনার মেহেদী মারুফ।
মোহামেডানের হয়ে ২টি করে উইকেট শিকার করেন নাজমুল ইসলাম অপু, এনামুল হক জুনিয়র, মুশফিক হাসান ও খালেদ আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা