‘রান মেশিন’ বিজয় থামলেন ১৫৩ রানে, অল্পের জন্য সেঞ্চুরি মিস নাঈমের

0
86

নিজস্ব প্রতিবেদক:: ঢাকা প্রিমিয়ার লিগে রান বন্যায় ভাসছেন এনামুল হক বিজয়। এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে থামলেন ১৫৩ রানের বড় এক ইনিংস খেলে। তার দেড়শো উর্ধ্ব ইনিংসের দিনে মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন নাঈম শেখ।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করতেনামা আবাহনী বিজয় ও নাঈমের ব্যাটে ৬ উইকেটে ৩৩৬ রান তুলেচে। দুই ওপেনার বিজয় ও নাঈম শেখ ১৮৩ রানের জুটি গড়েন ৩১.৫ ওভারে। এরপরই নাঈমের বিদায়ে ভাঙে তাদের জুটি। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি মিস করা নাঈম ১০২ বলে খেলেছেন ৯৪ রানের ইনিংস। নয় চার ও পাঁচ ছয়ে সাজান ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি।

ওপেনার বিজয় থেমেছেন ১৫৩ রানের ঝলমলে ইনিংস খেলে। ১২৭ বলের ইনিংসে তের চার ও পাঁচ ছক্কা হাঁকিয়েছেন। এবারের ডিপিএলে তিনি নিয়মিত রান পাচ্ছেন। এবার দেড়শো উর্ধ্ব ইনিংস খেললেন। এছাড়াও হাফ সেঞ্চুরি করেছেন আফিফ হোসেন। চার চার ও দুই ছয়ে ৪৭ বলে ৫৩ রান করেছেন তিনি।

প্রাইম ব্যাংকের হয়ে করিম জান্নাত ৪টি, রুবেল হোসেন ২টি করে উইকেট লাভ করেন।

৩৩৭ রানের টার্গেটে ব্যাট করছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here