স্পোর্টস ডেস্কঃ প্রাক-মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রে এখন বার্সেলোনা। সেখানে প্রথম ম্যাচ খেলেছে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামির বিপক্ষে। মঙ্গলবারের ম্যাচটিতে ৬-০ গোলে জিতেছে বার্সা। মিয়ামির দলটির বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে কাতালানরা। বায়ার্ন মিউনিখ থেকে সদ্যই যোগ দেওয়া পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিকে এই প্রীতি ম্যাচে খেলায়নি বার্সা।
ম্যাচে দারুণ পারফর্ম করেছেন লিডস ইউনাইটেড থেকে এই মৌসুমে বার্সায় যোগ দেওয়া রাফিনহা। ব্রাজিলিয়ান এই উঠতি তারকা ২৫তম মিনিটে দলকে এগিয়ে দেন। এর আগে দলের প্রথম গোলে রাখেন অবদান। ১৯তম মিনিটে পিয়েরে এমেরিক অবামেয়াংয় প্রথমে গোল করেন। এই গোলে এসিস্ট করেন রাফিনহা।
বিরতির আগে বার্সাকে ৩-০ গোলের লিড এনে দেন আনসু ফাতি। প্রথমার্ধ শেষে পুরো শুরুর একাদশ বদলে ফেলে স্প্যানিশ জায়ান্টরা। বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে ডিপাইয়ের অ্যাসিস্ট থেকে গোল করেন গাভি। ৬৯ মিনিটে জর্দি আলবার পাস থেকে মিয়ামির জালে বল জড়ান ডিপাই। এর এক মিনিট পরই মিয়ামির জালে হাফ ডজন গোল পূর্ণ করেন দেম্বেলে।