স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ায় চলমান টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ এইচপি। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে আকবর আলির নেতৃত্বাধীন এইচপি দল।
আজ সিরিজে টিকে থাকার লড়াইয়ে পার্থ স্কর্চার্সকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রাথমিক পর্বে নিজেদের ম্যাচে ডারউইনের টিআইও স্টেডিয়ামে শনিবার ১৩০ রানের লক্ষ্য ৩ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে তারা। শেষদিকে মাহফুজুর রহমান রাব্বির ১৩ বলে ৩২ রানের অপরাজিত ইনিংসে ২ বল বাকি থাকতে সেমি নিশ্চিত হয় সফরকারীদের।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। ম্যাথিউ কেলির তোপে পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে কেবল ১৫ রান করে আকবর আলী দল। চতুর্থ উইকেটে বিপর্যয় কিছুটা হলেও সামাল দেয়ার চেষ্টা করেন মাহফুজুর রহমান রাব্বি এবং জিশান আলম। দুজনে মিলে গড়েন ৩৯ রানের জুটি। একাদশ ওভারের শেষ বলে জিশান রান আউট হলে ভাঙে এই জুটি। ২৬ বলে ২৬ রান করেন জিশান। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি আকবর আলী। ৩ ছক্কা ও ১ চারে ৩৩ বলে ৩৫ রান করে ফেরেন অধিনায়ক। সাতে নেমে আবু হায়দার রনিও তেমন রান করতে পারেননি। ৮ বলে ৭ রান করে থেমেছে তার ব্যাট।
মাহফুজুর রাব্বি যখন ক্রিজে আসেন, তখন বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভার ১ বলে ৮৯ রান। জয়ের জন্য তখন প্রয়োজন ২৩ বলে ৪১ রান। প্রায় বিপর্যস্ত এই অবস্থা থেকে দলকে প্রায় একাই উদ্ধার করেছেন তিনি। ২ ছক্কা ও ২ চারে ১৩ বলে খেলেছেন ৩২ রানের অনবদ্য ইনিংস। আর তাতে নির্ধারিত ওভার শেষের আগেই জয় পেয়ে যায় বাংলাদেশ। এর আগে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে কোরি ওয়াসলির উইকেট হারায় পার্থ। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৯ রান যোগ করেন টিগ ওয়ালি ও ব্যাক্সটার হল্ট। ১২তম ওভারে ২৬ বলে ৩৪ রান করা হল্টকে স্টাম্পড করেন রকিবুল হাসান। এরপর একপ্রান্ত ধরে রেখে খেলতে থাকেন ওয়ালি। ইনিংসের শেষ ওভারে ফেরার আগে ৫৬ বলে ৪ চারে তিনি করেন ৫৬ রান। এছাড়া ক্রিচেলের ব্যাট থেকে আসে ১৭ রান। ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলা ওয়ালিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। দারুণ ছন্দে থাকা রিপন মণ্ডল ৪ ওভারে মাত্র ১৯ রানে নেন ২ উইকেট। বাঁহাতি স্পিনার রকিবুলও ধরেন ২ শিকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০