স্পোর্টস ডেস্কঃ লা লিগায় জয়ে ফিরল বার্সেলোনা। আগের রাউন্ডে মায়োর্কার বিপক্ষে ড্র করা কাতালানরা গত রাতে জিতেছে ১-০ গোলে। অলিম্পিক স্টেডিয়ামে সেভিয়ার সার্জিও রামোস আত্মঘাতী গোল করে জিতিয়ে দেন জাভি হার্নান্দেজের দলকে।
২০২০ সালের পর এই প্রথম বার্সার বিপক্ষে মাঠে নামেন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক রামোস। পুরনো প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ে নিজে নিজেই যেন হেরে গেলেন তারকা এই ডিফেন্ডার। ডুবিয়ে দেন দলকে। তবে ম্যাচ শেষে অভিজ্ঞ এই ডিফেন্ডারের প্রশংসা করেছেন বার্সা কোচ জাভি।
বার্সেলোনা কোচ জাভি ম্যাচ শেষে বলেছেন, ‘রামোস একজন অসাধারণ ডিফেন্ডার। আজ দূর্ভাগ্যবশত: তিনি আত্মঘাতী গোলের শিকার হয়েছে। কিন্তু পুরো ম্যাচে তিনি দুর্দান্ত খেলেছেন। সার্জিও এখানকার পরিবেশেই বেড়ে উঠেছে। শটটি তার গায়ে লেগে জালে জড়ায়, এখানে দূর্ভাগ্য ছাড়া আর কিছুই বলার নেই।’
এদিকে আত্মঘাতী গোল প্রসঙ্গে সেভিয়া কোচ হোসে লুইস মেন্ডিলিবার বলেছেন, ‘রামোস পুরো ম্যাচেই ভালো খেলেছে। কিন্তু যা হয়েছে তাতে ভাগ্য আজ সহায় ছিলো না। বলটি গায়ে লাগলে রামোস যথেষ্ঠ সময় পাননি তা প্রতিহত করার।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post