স্পোর্টস ডেস্ক:: লেস্টার সিটির তারকা দেওয়ান হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে খেলতে পারবেন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বাংলাদেশের পক্ষেই রায় দিয়েছে। হামজা চৌধুরীকে বাংলাদেশে খেলাতে চেষ্টা চালিয়ে আসছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
তবে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলা ফেলায় জঠীলতায় তৈরি হয়। বিষয়টি শেষ পর্যন্ত ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির টাইব্যুনালে পৌঁছায়। বাফুফে অপেক্ষায় ছিলো ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের। অবশেষে রায় পেলো বাফুফে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির তারকা হামজা আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বেই বাংলাদেশের জার্সিতে খেলবেন। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে তার বাংলাদেশ অধ্যায়।
বৃহস্পতিবার ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি হামজার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার ইংল্যান্ড যুব দলের হয়ে ম্যাচ খেলার কারণেই তৈরি হয়েছিল জটিলতা। শেষ পর্যন্ত ফিফা বৃহস্পতিবার রায় দিয়েছে বাংলাদেশের পক্ষে।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছরে এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শুরু করবে বাংলাদেশ। সেই ম্যাচেই লাল সবুজ জার্সিতে অভিষেক হয়ে যেতে পারে হামজার। ব্যক্তিগত ভাবে হামজা চৌধুরী নিজেও বাংলাদেশের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০