স্পোর্টস ডেস্কঃ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচের আগে চোটের থাবা ইংল্যান্ড দলে। গত ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে আগামী ২৩ মার্চ মাঠে নামবে থ্রি লায়ন্সরা। এরপর ঘরের মাঠে ইউক্রেনের মুখোমুখি হবে তারা। সেজন্য ২৩ জনের দল ঘোষণা করেছিলেন কোচ গ্যারেথ সাউথগেট।
তবে ছিটকে গেছেন দলের বড় তারকা মার্কাস রাশফোর্ড। এছাড়া ম্যাসন মাউন্ট ও নিক পোপকেও পাবে না দলটি। তিনজন ইনজুরিতে ছিটকে গেলেও তাদের বিকল্প খেলোয়াড় ডাকেননি কোচ সাউথগেট। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
এফএ কাপের ম্যাচে ইনজুরিতে পড়েছেন রাশফোর্ড। ফুলহ্যামের বিপক্ষে গত রোববার এফএ কাপের শেষ আটের ম্যাচে খেলার সময় চোট পান তিনি। ইউনাইটেডের ৩-১ ব্যবধানের জয়ে গোল পাননি এই ফরোয়ার্ড, মাঠ ছাড়েন ৮৩তম মিনিটে। চোটের কারণে নাম প্রত্যাহার করেছেন ম্যাউন্ট ও পোপও।
ইংল্যান্ডের স্কোয়াড-
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডেল।
ডিফেন্ডার: বেন চিলওয়েল, এরিক ডায়ার, মার্ক গুইহি, রিচ জেমস, হ্যারি মাগুইরা, লুক শ’, জোন স্টোনস, কিয়েরন ট্রিপিয়ার, কাইল ওয়াকার।
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, কনোর গালাঘার, জর্ডান হ্যান্ডারসন, জেসন ম্যাডিসন, কেলভিন ফিলিপ, ডিক্লান রাইস।
ফরোয়ার্ড: ফিল ফোডেন, জ্যাক গ্রেলিস, হ্যারি কেন, বুকোয়াকা সাকা, ইভান টনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post