স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে স্মরণীয় জয়ের আনন্দে ভাসল এফসি কোপেনহেগেন। নিজেদের মাঠে বুধবার ‘এ’ গ্রুপে সাত গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতেছে তারা। প্রথম লেগে ইউনাইটেডের মাঠে হেরেছিল তারা।
এই জয়ে চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো কোপেনহেগেন, ভালোভাবে বাঁচিয়ে রাখল নকআউট পর্বের আশা। তাদের সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গালাতাসারাই। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে ইউনাইটেড।
প্রতিপক্ষের মাঠে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ইউনাইটেড। ফাঁকা জালে বল জড়িয়ে ম্যানইউকে লিড এনে দেন হয়লুন। ৩০তম মিনিটে হয়লুনের গোলেই ব্যবধান দ্বিগুণ করে ইউনাইটেড। এবারেও সুযোগেই গোলটা করেছেন ডেনিশ উইঙ্গার। মাঝমাঠ থেকে ব্রুনো ফার্নান্দেজের কোনাকুনি পাস ধরে বেশ খানিকটা এগিয়ে শট নেন আলেহান্দ্রো গারনাচো। গোলরক্ষক ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল জালে জড়িয়ে দেন হয়লুন।
পরের মিনিটে হ্যাটট্রিক পূরণের সুযোগও পেয়েছিলেন হয়লুন। তবে এবার তার তার ভলি ফিরিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ৪১তম মিনিটে বড় মোড় নেয় ম্যাচ। মার্কাস রাশফোর্ড লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। সুযোগটা কাজে লাগিয়েছে কোপেনহেগেন। রাশফোর্ড মাঠ ছাড়ার পর চার মিনিটের মধ্যেই প্রথম গোল করে স্বাগতিক দল। প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট কিক থেকে সমতা ফেরায় তারা।
ম্যানইউ’র রক্ষণে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় কোপেনহেগেন। তবে বারবার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তাদের ফরোয়ার্ডরা। উল্টো পেনাল্টি থেকে গোল করে ম্যানইউকে আবারও লিড এনে দেন ব্রুনো ফার্নান্দেজ। তবে ইউনাইটেডের এই আনন্দ স্থায়ী হয়নি। ৮৩তম মিনিটে লুকাস লোরেগারের গোলে সমতায় ফেরার পর ৮৭তম মিনিটে কোপেনগেনকে জয়সূচক গোলটি এনে দেন রুনি বার্দগি। রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে কোপেনহেগেন।
হেরে রাশফোর্ডের লাল কার্ডকে দুষছেন ম্যান ইউ কোচ এরিক টেন হাগ। ইংলিশ ফরোয়ার্ডের লাল কার্ডই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে, মত এই কোচের। তিনি বলেন, ‘আমি মনে করি, লাল কার্ড দেখার আগ পর্যন্ত আমরা খুব ভালো খেলেছি। লাল কার্ডটাই সবকিছু বদলে দিয়েছে। এরপর এটি ভিন্ন ম্যাচ হয়ে যায়। বিষয়টি হতাশাজনক। এটি একটি কঠিন সিদ্ধান্ত। সে বল দখলে নেওয়ার জন্য যাচ্ছিল। রিভিউ (ভিএআর) শেষ হয়ে গেল, তারপর (রেফারি) স্ক্রিনে দেখতে গেলেন। আমার মনে হয় রেফারিও নিশ্চিত ছিলেন না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০