স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে হারতে বসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবার আর সেই সম্ভাবনা ফিরল না। লিডসের মাঠে অনায়াস জয় পেয়েছে ম্যান ইউ। রোববার ২-০ গোলে জিতেছে এরিক টেন হাগের দল। গোল করেছেন মার্কাস রাশফোর্ড ও অ্যালেক্সান্দ্রো গারাঞ্চো। এবারের লিগে প্রথম দেখায় ওল্ড ট্র্যাফোর্ডে দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়েছিল।
এল্যান্ড রোড স্টেডিয়ামে আক্রমণ-পাল্টা আক্রমণে দু’দলের লড়াই হয়েছে জমজমাট। একের পর এক সেভ করে লিডসকে হতাশ করলেন ম্যান ইউ গোলরক্ষক ডেভিড ডে গিয়া। গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। শেষদিকে পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে দারুণ জয় তুলে নেয় ম্যানচেস্টারের দলটি।
ম্যাচের ৮০তম মিনিটে রাশফোর্ড গোল করে এগিয়ে নেন ম্যান ইউকে। লুক শর ক্রসে ছয় গজ বক্সের মুখে হেডে গোলটি করেন এই ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে তাঁর গোল হলো ২১টি। ৮৫তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন আর্জেন্টাইন উঠতি তারকা গারাঞ্চো।
এই জয়ে আপাতত লিগ টেবিলে দুই নম্বরে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে তাদের ৪৬ পয়েন্ট। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তিনে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটি দিনের পরের ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে। ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে লিডস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post