স্পোর্টস ডেস্কঃ আবারো শেষ বলে কলকাতা নাইট রাইডার্সকে জেতালেন রিংকু সিং। পাঞ্জাব কিংসের বিপক্ষে সোমবার ৫ উইকেটে জিতেছে কলকাতা। এ জয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল নিতিশ রানার দল। ঝড়ো ব্যাটিং করে জয়ের ভিত গড়ে দেন আন্দ্রে রাসেল। শেষ বলে চার হাঁকিয়ে চলতি আসরে কলকাতার পঞ্চম জয় নিশ্চিত করেন রিংকু।
ইডেন গার্ডেন্সে টস হেরে আগে ব্যাট করে ১৭৯ রান করে পাঞ্জাব। ১৮০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে ১৫ রান করে নাথান এলিসের বলে আউট হয়ে যান রহমানউল্লাহ গুরবাজ। আরেক ওপেনার জেসন রয় ৩৮ রানে আউট হন। ২৪ বলে ৮ চার হাঁকান এই ইংলিশ ব্যাটার। ভেঙ্কটেশ আইয়ার দ্রুত ফিরে যান। মাত্র ১১ রান করে আউট হন তিনি।
অধিনায়ক রানা ৩৮ বলে ৫১ রান করেন। ৬ চার ও ১ ছক্কা ছিল তাঁর ইনিংসে। রানা ফিরলেও ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন রাসেল। মাত্র ২৩ বলে ৩টি করে ছক্কা ও চারে ৪২ রানের ইনিংস খেলেন এই ক্যারিবিয়ান। তাঁর এই ইনিংসেই জয়ের ভিত পেয়ে যায় কলকাতা। শেষদিকে দারুণ ব্যাট করেন রিংকু। ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ২১ রান করেন তিনি।
শেষদিকে কলকাতার প্রয়োজন হয় ৬ বলে ৬ রান। পাঞ্জাব কিংসের পেসার আর্শদীপ সিং। প্রথম চার বলে দিয়েছিলেন ৪ রান। পঞ্চম বলে রাসেল আউট হলে কলকাতার জয় পাওয়া নিয়ে শঙ্কা জাগে। অবশ্য শেষ বলে ফাইন লেগে সুইপ করে কলকাতাকে জিতিয়ে মাঠ ছাড়েন রিংকু। লেগ সাইটে লো ফুলটস ডেলিভারি দেন আর্শদীপ। অনায়াসে সেটি বাউন্ডারি ছাড়া করেন বাঁহাতি এই ব্যাটার।
এর আগে শিখর ধাওয়ান ও প্রাভসিমরান সিং পাঞ্জাবকে এনে দেন দারুণ শুরু। এই দুজন ওপেনিং জুটিতে তোলেন ৩৮ রান। প্রাভসিমরান আউট হন ১২ রান করে। এরপর ভানুকা রাজাপাকশে এসে ব্যর্থ হয়েছেন। লিয়াম লিভিংস্টোন ৯ বলে ১৫ রান করে আউট হন। ধাওয়ান ৪৭ বলে ৫৭ রান করে ফেরেন।
শেষের দিকে রিশি ধাওয়ানের ১১ বলে ১৯, শাহরুখ খানের ৮ বলে ২১ ও হারপ্রিত ব্রারের ৯ বলে ১৭ রানের ক্যামিওতে ১৭৯ রানের পুঁজি পায় পাঞ্জাব। কলকাতার হয়ে আঁটসাঁট বোলিংয়ে ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। এ ছাড়া ২টি উইকেট পান হার্শিত রানা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০