রাসেল ডোমিঙ্গোর ভাবনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ

0
26

স্পোর্টস ডেস্কঃ গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন পারফর্ম করতে পারেনি বাংলাদেশ দল। অবশ্য এখন পর্যন্ত কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের সাফল্য নেই। বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ দল একেবারেই সাফল্যহীন। কোনো জয়ই পায়নি এখন পর্যন্ত। সাম্প্রতিক সময়েও এই ফরম্যাটে সাফল্য নেই।

তবে সেই সাফল্যের খরা এবার কাটাতে চায় বাংলাদেশ দল। চলতি বছরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছু করে দেখাতে চান বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি জানিয়েছেন বিশ্বকাপে লড়াই করার চেষ্টা থাকবে। অন্তত কয়েকটি ম্যাচ জেতার চেষ্টা করবেন তারা। বিশ্বকাপের দিকেই মূল মনোযোগ ডোমিঙ্গোর।

রাসেল ডোমিঙ্গো বলেন, ‘চেষ্টা থাকবে বিশ্বকাপে লড়াই করার। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা কখনোই ম্যাচ জিতিনি (মূল পর্বে)। প্রতিদ্বন্দ্বীতা করতে পারাটাই আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। এবার কিছু ম্যাচে জিততে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

টাইগারদের প্রধান কোচ আরও বলেন, ‘ভালো ক্রিকেট খেলতে হবে বিশ্বকাপে। আমাদের স্কিল ভালো, বোলিং আক্রমণ ভালো। গুরুত্বপূর্ণ হলো, বিশ্বকাপের মতো আসরের চাপ সামলানো। এটা বরাবরই চ্যালেঞ্জের, বিশেষ করে বাংলাদেশের মতো ক্রিকেট পাগল দেশে। ক্রিকেটাররা এখানে সত্যিই চাপ অনুভব করে। এই চাপ সামলাতে হবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here