স্পোর্টস ডেস্কঃ দুবাই ক্যাপিটালস ৭ উইকেটে জিতে আবারও দুই পয়েন্ট আদায় করলো। আর আবুধাবি নাইট রাইডার্স সবার আগে আইএল টি-টোয়েন্টি থেকে বিদায়ের খাতায় নাম লেখালো।
মাত্র ১৫০ রানের লক্ষ্যে নেমে নিরোশান ডিকেওয়ালা পাওয়ার প্লেতে শক্ত ভিত গড়ে দেন। দলীয় স্কোরবোর্ডে ৫৯ রান যোগ করে ফিরে যান লঙ্কান ব্যাটার। করেন ২২ বলে ৩৭ রান। এরপরই ঝড় তোলেন জর্জ মুন্সী। সুনীল নারাইনের প্রথম ওভার থেকেই তোলেন ১৬ রান। স্কটিশ ব্যাটসম্যান চমৎকার ইনিংস খেলে ফিফটি আদায় করেন। তবে শেষ করে যেতে পারেননি। ৪৩ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৭ রান করেন।
দাসুন শানাকা ২২ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন। রোভম্যান পাওয়েল ১৪ বলে ২১ রানে অপরাজিত ছিলেন, ইনিংস শেষ করেন দ্বিতীয় ছক্কা মেরে। ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৫০ রানের লক্ষ্য পূরণ করে দুবাই।
আবুধাবির হয়ে আন্দ্রে রাসেল, আকিল হোসেন ও লাহিরু কুমারা ১টি করে উইকেট লাভ করেন।
এর আগে ব্যাট করতে নেমে আবুধাবি সুবিধা করতে পারেনি খুব একটা। অ্যাডাম জাম্পা ৩ উইকেট নিয়ে তাদের ব্যাটিং অর্ডার নড়বড়ে করে দেন। জো ক্লার্ক ২৭ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫২ রান করেন। তার ইনিংসই ছিল সর্বোচ্চ। শেষ দিকে নারাইনের ১৩ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৩ রানের ইনিংসে ২০ ওভারে ৯ উইকেট ১৪৯ রানে থামে আবুধাবি।
১৬ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা জাম্পা। ২টি করে উইকেট নেন হজরত লুকমান ও আকিফ রাজা।
৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে প্লে অফ খেলার আশা বাঁচিয়ে রাখলো পঞ্চম স্থানে থাকা দুবাই। সমান খেলে মাত্র ১ পয়েন্ট আবুধাবির।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post