স্পোর্টস ডেস্কঃ ব্যাট হাতে সূর্যকুমার যাদবের উড়ন্ত ফর্ম চলছেই। আরও একটি দৃষ্টিনন্দন ইনিংস খেললেন এই ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিধ্বংসী ব্যাটিংয়ে ২৫ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ডানহাতি। তার এই ইনিংসের সাথে লোকেশ রাহুলের দারুণ ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৬ রান তুলেছে ভারত। জিম্বাবুয়েকে জিততে হলে করতে হবে ১৮৭ রান।
ঐতিহ্যবাহী মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকে মেইডেন তুলে নেয় জিম্বাবুয়ে। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ভারত। দলটির উদ্বোধনী জুটি থেকে আসে ২৭ রান। ১৩ বলে ২ বাউন্ডারিতে ১৫ রান করা রোহিত শর্মার বিদায়ে ভাঙে ৩.৫ ওভার স্থায়ী সেই জুটি। এরপর বিরাট কোহলির সাথে ৬০ রানের জুটি গড়েন লোকেশ রাহুল। ইনফর্ম কোহলি ফিরলে সেই জুটিও ভেঙে যায়। তবে এদিন ২৫ বলে ২ বাউন্ডারিতে ২৬ রানের বেশি করতে পারেননি তিনি।
দলীয় ৮৭ রানে দ্বিতীয় উইকেট হারানো ১০১ রান হতেই আরও দুই উইকেট হারিয়ে কিছুটা ধাক্কা খায়। প্যাভিলিয়নে ফেরেন রাহুল ও একাদশে সু্যোগ পাওয়া পন্ত। ড্রেসিং রুমের পথ ধরার আগে অবশ্য টান দ্বিতীয় ফিফটি তুলে নেন রাহুল। ৩৫ বলে ৩টি করে চার ও ছয়ের মারে ৫১ রানের দারুণ এক ইনিংস খেলেন। তবে রায়ান বার্লের দুর্দান্ত ক্যাচে আউট হওয়ায় ৪ বলে ৩ রানের বেশি করতে পারেননি পন্ত।
পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটি গড়ে ভারতকে মোমেন্টাম ফিরিয়ে এনে দেন সূর্যকুমার ও হার্দিক পান্ডিয়া। ইনিংসের একেবারে শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হওয়ার আগে ১৮ বলে ২ বাউন্ডারিতে ১৮ রান করেন হার্দিক। তবে শেষ পর্যন্ত খেলে দলের রান বড় করেই মাঠ ছাড়েন সূর্যকুমার। ২৫ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন টি-টোয়েন্টির এক নাম্বার ব্যাটার। চলতি বিশ্বকাপে ৫ ম্যাচে সূর্যকুমারের এটি তৃতীয় ফিফটি।
জিম্বাবুয়ের হয়ে ২ ওভার বল করে ৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন শন উইলিয়ামস। এছাড়া রিচার্ড নারাভা, ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা