স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজে সুযোগ পেয়েছেন ভারতীয় কিংবদন্তির রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়। প্রথমবারের মতো ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন এই কিশোর।
অস্ট্রেলিয়ার যুবাদের বিপক্ষে ওয়ানডে ও চারদিনের ম্যাচের সিরিজ খেলবে ভারত যুবারা। এই দুই সিরিজের দলে জায়গা করে নিয়েছেন সামিত। ভারতের বয়সভিত্তিক ঘরোয়া দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করার ফল হাতেনাতে পেয়েছেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার।
সামিত ২০২০ সালে মাল্লয়া অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে খেলেছিলেন ১৪৪ বলে অপরাজিত ২১১ রানের ইনিংস। ২০১৯ সালের ডিসেম্বরে ইন্টার জোনাল অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টেও ভাইস প্রেসিডেন্ট একাদশের হয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। বর্তমানে খেলছেন বেঙ্গালুরুতে চলমান মহারাজা টি–২০ টুর্নামেন্টে মহীশূর ওয়ারিয়র্সের জার্সিতে।
আগামী সেপ্টেম্বরে ভারত সফর করবে অস্ট্রেলিয়ার যুবারা। পুদুচেরিতে ৫০ ওভারের সিরিজের ম্যাচ তিনটি হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। চেন্নাইয়ে চার দিনের ম্যাচ দুটি শুরু হবে ৩০ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর। সামিত এই সিরিজের দলে ডাক পেয়েছেন মূলত কোচবিহার টুর্নামেন্টে আলো ছড়িয়ে। ভারতের যুবাদের নিয়ে চার দিনের ম্যাচের এই টুর্নামেন্টে ৮ ম্যাচে ৩৬২ রান করার পাশাপাশি ১৬টি উইকেট শিকার করেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০