স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ৩ মে, বুধবার ডাবল ডেকার অর্থাৎ, দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে লখনৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। লখনৌর ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
এই ম্যাচের আগে লখনৌ শিবিরের জন্য দুঃসংবাদ। কেননা দলটির অধিনায়ক লোকেশ রাহুল চোটের কারণে খেলতে পারবেন না এই ম্যাচে। সবশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচে চোট পান রাহুল। সেই ম্যাচে সবার শেষে ১১ নম্বরে ব্যাট করতে নামেন তিনি। দেখা যায় চোটের কারণে রান নিতেও পারছিলেন না ভালোভাবে।
রাহুলের চোট নিয়ে কোনো আপডেট জানা যায়নি। তবে চেন্নাইয়ের বিপক্ষে এই ম্যাচে খেলা হচ্ছে না সেটা নিশ্চিতই। সেক্ষেত্রে দলের অধিনায়কত্ব কে সামলাবেন, তা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। তবে সেটির উত্তর মিলেছে। ক্রুণাল পান্ডিয়া নেতৃত্ব দেবেন লখনৌকে।
মহেন্দ্র সিং ধোনির বিপক্ষে ঘরের মাঠে ক্রুণালই টস করতে নামবেন লখনৌর হয়ে। এদিকে রাহুলের পরিবর্তে একাদশে ওপেনিং করতে দেখা যেতে পারে মানান ভোহরা কিংবা প্রেরক মানকাডকে। এর বাইরে এই ম্যাচ দিয়ে লখনৌর একাদশে সুযোগ পেতে পারেন কুইন্টন ডি ককও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post