স্পোর্টস ডেস্কঃ ‘অঘোষিত’ সেমিফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কার লড়াইয়ে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ায় নি আজ। এরপর পাকিস্তান ব্যাট করতে নামার পর আবার হানা দেয় বৃষ্টি। তাই ৪৫ ওভারের ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। সেখানে আগে ব্যাট করতে নামা পাকিস্তান পেয়েছে বড় সংগ্রহ। মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ২৫২ রানে করেছে তারা।
রিজওয়ানের ৭৩ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে ইফতিখার আহমেদের ৪০ বলে ৪৭। শেষ ১০ ওভারে পাকিস্তান তুলেছে ১০২ রান। যদিও ২৭.৪ ওভারে ১৩০ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছিল তারা। সেখান থেকে ৭৮ বলে ১০৮ রানের অসাধারণ এক জুটি গড়েন রিজওয়ান ও ইফতিখার। ১২তম ওয়ানডে ফিফটি করে ৭৩ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। ইনিংসে ছিল পাঁচটি চার ও ও দুটি ছক্কার বাউন্ডারি।
৪০ বলে ৪৭ রান করেন ইফতিখার। চারটি চার ও দুটি ছক্কা ছিল ইনিংসে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে মাতিশা পাতিরানা ৬৫ রান দিয়ে তিনটি এবং প্রমোদ মাদুশান নিয়েছেন দুটি উইকেট। ৪২ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ২৫২। তবে বৃষ্টি আইনে শ্রীলঙ্কার লক্ষ্যও ২৫২।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post