নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য সহজেই টপকে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জিতেছে ৬ উইকেটর ব্যবধানে। যেই জয়ে অবদান মোহাম্মদ রিজওয়ানের। হাঁকিয়েছেন দারুণ এক ফিফটি। এছাড়া কার্যকরী এক ইনিংস খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। টানা সাত জয়ে উড়ছে কুমিল্লা। অপরদিকে হারের বৃত্তেই আটকা থাকলো চট্টলা শিবির।
১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হলেও, ধরে রাখতে পারেনি কুমিল্লা। মাঝে হোঁচট খায় ফ্র্যাঞ্চাইজিটি। ৫৭ রানেই সৈকত, ইমরুল ও চার্লসের তিন গুরুত্বপূর্ণ উইকেট হারানোর পাশাপাশি রানের চাকা ধীর হলে, শঙ্কা জাগে। তবে ৭৬ রানের দারুণ এক জুটি গড়ে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে, দলকে কক্ষপথে ফেরান রিজওয়ান ও মোসাদ্দেক।
রিজওয়ানের বিদায়ে ভাঙে সেই জুটি। তবে এর আগে ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ৪১ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কার মারে ৬১ রানের ইনিংস খেলেন এই পাক তারকা। এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি কুমিল্লাকে। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন মোসাদ্দেক। ২৭ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৭ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। ৭ বলে ১ বাউন্ডারিতে ১০ রান করে অপরাজিত থাকেন জাকের আলি অনিক। এক ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় কুমিল্লা।
চট্টগ্রামের হয়ে জিয়াউর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরি ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে মিরপুরের হোম অব ক্রিকেটে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৬ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বন্দরনগরীর দলটির হয়ে আফিফ হোসেন ও উসমান খান ফিফটি হাঁকান। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। মাত্র ৬ রানের মধ্যে মেহেদী মারুফ (০) এবং খাজা নাফেকে (২ রান) হারিয়ে বসে দলটি। সেখান থেকে তৃতীয় উইকেট জুটিতে আফিফ এবং উসমানের ব্যাটে প্রতিরোধ গড়ে চট্টলা শিবির।
এই দুইজন জুটিতে ৮৮ রান যোগ করেন। উসমান ৪১ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৫২ রান করে ফিরলে ভাঙে জুটিটি। এরপর অধিনায়ক শুভাগতকে নিয়ে ৩৫ রানের জুটি গড়েন আফিফ। শুভাগত ১২ রান করে আউট হয়ে ফিরে যান। এই সময় ৩ রানের মধ্যে ৩ উইকেট হারায় চট্টগ্রাম।
এরপর আউট হয়ে ফেরেন আফিফও। শেষ ওভারে আউট হওয়ার আগে আফিফ ৪৯ বলে ৬টি চার ও ২টি ছয়ে ৬২ রান করে যান। শেষদিকে নেমে রাসুলি ৯ বলে ১ চার ও ২টি ছয়ে ২১ রানে অপরাজিত থেকে চট্টগ্রামকে দেড়শ স্কোর ছাড়াতে সাহায্য করেন।
কুমিল্লার হয়ে ২টি করে উইকেট পান তানভীর ইসলাম ও হাসান আলি। এক উইকেট নেন সৈকত আলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post