স্পোর্টস ডেস্ক:: ২৮০ রান করেও জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ। টানা হারের বৃত্তে থাকা দলটি পাকিস্তানের বিপক্ষে হার দিয়েই শুরু করেছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রিজওয়ান ও হাসানের হাফ সেঞ্চুরিতে পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচটি জিতে নিয়েছে ৫ উইকেটের ব্যবধানে।
আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ এভিন লুইস, শাই হোপ ও রোস্টন চেজের হাফ সেঞ্চুরিতে ২৮০ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা পাকিস্তান হাসান ও রিওয়ানদের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায়।
টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করে। তিন জন ব্যাটার হাফ সেঞ্চুরি করেন। ইনিংসের এক ওভার থাকতেই অলআউট হওয়ার আগে ২৮০ রান তুলে দলটি। ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার এভিন লুইস। ৬২ বলে পাঁচ চার ও তিন ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক শাই হোপ। চার বাউন্ডারিতে ৭৭ বলে হাফ সেঞ্চুরির ইনিংসটি খেলেন তিনি। আরেক হাফ সেঞ্চুরিয়ান রোস্টন চেজ করেছেন ৫৩ রান। চার চার ও দুই ছক্কায় ৫৪ বলে সাজিয়েছেন ইনিংসটি।
পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদী চারটি ও নাসিম শাহ তিনটি উইকেট লাভ করেন।
২৮১ রানের টার্গেটে খেলতে নামা পাকিস্তান রিজওয়ান ও হাসানের হাফ সেঞ্চুরি, বাবর ও হোসাইন তালাতের ব্যাটে মাত্র ৫ উইকেট হারিয়ে ম্যা জিতে নেয় ৪৮.৫ ওভারে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৬৩ রান করে অপরাজিত থাকান হাসান নেওয়াজ। ৫৪ বলের ইনিংস সাজিয়েছেন পাঁচ চার ও তিন ছক্কায়। চার বাউন্ডারিতে ৬৯ বলে ৫৩ রান করেছেন অধিনায়ক রেজওয়ান। ৪৭ রান করেছেন বাবার আজম। ৪১ রান করে অপরাজিত থেকেছেন হোসাইন তালাত।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোসেফ দু’টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০