স্পোর্টস ডেস্কঃ রিজার্ভ ডে-তে গড়ালো ভারত-পাকিস্তানের সুপার ফোরের লড়াই। রোববার বিকেলে টস হেরে ভারত ব্যাট করতে নামে। ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলার পরই বৃষ্টি নামে। এরপর বৃষ্টি থামলেও মাঠ খেলার উপযোগী না হওয়ায় রিজার্ভ ডে-তে গড়াল খেলা।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্বক ছিল ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল মিলে ১৬.৪ ওভারে ১২১ রান করেন উদ্বোধনী জুটিতে। ৪৯ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫৬ রান করে রোহিত আউট হলে সেই জুটি ভাঙে। বিধ্বংসী হয়ে উঠতে শুরু করেন রোহিত।
এরপর দ্রুতই ফেরেন আরেক ওপেনার শুভমান গিল। দলীয় ১২৩ রানের মাথায় যখন তিনি আউট হন, তখন তার নামের পাশে ৫২ বলে ১০ বাউন্ডারিতে ৫৮ রান। শুভমানের ইনিংসটি ছিল দৃষ্টিনন্দন। দুই ওপেনার দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেন কোহলি ও রাহুল। তবে এরপরই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।
ঘন্টা দুয়েক টানা বৃষ্টির পর পরিষ্কার হয়েছিল কলম্বোর আকাশ। এরপর মাঠ কর্মীদের ব্যস্ততায় মাঠ খেলার উপযোগীও করা হয়েছিল। বাংলাদেশ সময় রাত ৯ টায় আবারও খেলা শুরুর সময় দেওয়া হয়েছিল। তবে এই নির্ধারিত সময়ের ঠিক ২ মিনিট আগেই আবারও হানা দেয় বৃষ্টি। তাই শেষ পর্যন্ত রিজার্ভ ডেতে ম্যাচ শুরুর ঘোষণা দেন আম্পায়াররা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post