স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করছে নিউজিল্যান্ড। প্রথম ওভারেই কিউই ওপেনার ফিন অ্যালেনকে ফিরিয়ে দারুণ শুরু পাকিস্তানের। সিডনিতে পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদির করা প্রথম ওভারের প্রথম বলে চার মারেন অ্যালেন।
চার মারার পর দ্বিতীয় বলে আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান অ্যালেন। তৃতীয় বলে আবার পায়ে লাগলে আম্পায়ার আউট ঘোষণা করলে রিভিউ নিয়েও বাঁচতে পারনেনি ডানহাতি এই ব্যাটার। ৩ বলে ৪ রান করেছেন তিনি। আফ্রিদি ইনিংসের প্রথম ওভার শেষ করেন ৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট
পাকিস্তান একাদশঃ বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, মোহাম্মদ হারিস, ইফতিকার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।