রিয়াদকে বিশ্বকাপ দলে চান বিসিবি সভাপতি

0
54

নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে আগামী জুনে বাংলাদেশ খেলবে আফগানিস্তান সিরিজে। এরপর আছে এশিয়া কাপের আসরও। আগামী অক্টোবরের ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক আসর শুরুর আগে টাইগারদের স্কোয়াড চূড়ান্ত হবে এই দুই প্রতিযোগিতায়। এদিকে গত কয়েক সিরিজ থেকে স্কোয়াডের বাইরে থাকা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ কী থাকবেন বিশ্বকাপে?

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, রিয়াদের মতো অভিজ্ঞদেরই পাঠাতে চায় বিসিবি। এক্ষেত্রে জায়গা হারাতে বসছেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। পাপন বলেন, ‘কোন কারণে পাঁচ বোলার নিয়ে খেললে একটা সুযোগ আসে একজন বাড়তি ব্যাটার খেলানোর। ওখানে এখন স্কোয়াডে আছে রাব্বি। স্কোয়াডে নাই কিন্তু যেকোনো সময় ঢুকতে পারে আফিফ, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক।’

পাপন আরো বলেন, ‘যদি আমি পাঁচ বোলার নিয়ে খেলি কোন কারণে একটা বোলার চোটে পড়লে ম্যাচে মধ্যে তাহলে বলটা করবে কে। এজন্য অলরাউন্ডার পেলে ভালো হয়। আল্টিমেটলি নান্নু (মিনহাজুল আবেদিন) কি করবে আমি জানি না, আমার কথা বলছি। তবে মাহমুদউল্লাহ রিয়াদ অভিজ্ঞ, এই বিশ্বকাপে অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here