স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদের মতো ভালো টেকনিক ও অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যাটারকে ৭-৮ নম্বরে খেলাচ্ছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ত্রাতা হয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। এরপর বৃহস্পতিবার ভারতের বিপক্ষেও শেষদিকে রিয়াদের ব্যাটে মান বাঁচানো পুঁজি পায় টাইগাররা।
তবে রিয়াদকে কেন এতো নিচে খেলানো হচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না ‘সুলতান অব সুইং’ খ্যাত ওয়াসিম আকরাম। মিডল অর্ডার নিয়মিত ব্যর্থ হওয়ার পরও রিয়াদকে কেন ফিনিশার হিসেবে রেখে দেয়া হয়েছে এটা বুঝতে পারছেন না পাকিস্তানের সাবেক এই পেসার।
পাকিস্তানের ‘এ স্পোর্টস’ এর এক অনুষ্ঠানে আকরাম বলেন, ‘সাকিব ১০ ওভার বোলিং করে থাকে এবং টপ অর্ডারে একজন বিশেষজ্ঞ ব্যাটারের চাহিদা পূরণ করে থাকে। বাংলাদেশের কেউ একটি জিনিস আমাকে একটু বোঝান, যখন আপনি মিডল অর্ডার নিয়ে ধুকছেন আপনি কিভাবে আপনার সবচেয়ে অভিজ্ঞ একজন ব্যাটার মাহমুদউল্লাহকে খেন ৭-৮ নম্বরে খেলানো হয়। তার টেকনিক ভালো, অভিজ্ঞতা আছে তাকে আপনারা ফিনিশার হিসেবে রেখে দিয়েছেন। যেখানে মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০