স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। পুনেতে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে মাঝারি পুঁজি পেয়েছে টাইগাররা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রানের সংগ্রহ করেছে তারা। দুই ওপেনার- তানজিদ হাসান তামিম ও লিটন দাসের ফিফটির পর দায়িত্বশীল ব্যাট করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাতে মাঝারি সংগ্রহ পায় লাল সবুজের প্রতিনিধিরা।
শুরুটা বেশ রয়েসয়ে করেন দুই ওপেনার লিটন-তামিম। প্রথম ৫ ওভারে স্কোর বোর্ডে জমা হয় মাত্র ১০ রান। এরপরই বাংলাদেশের দুই ওপেনার হাত খোলে খেলেন। ৪১ বলে নিজের ফিফটি তুলে নেন তানজিদ। ফিফটির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার। কুলদীপ যাদবের গুগলিতে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হয়েছেন তিনি। ৪৩ বলে ৫১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ৫ চার ও ৩ ছক্কায় সাজান তানজিদ তাঁর এই ইনিংস।
এরপর দ্রুত ফিরে যান অধিনায়ক শান্ত। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার। মেহেদী হাসান মিরাজকে নিয়ে ৬২ বলে ফিফটি হাঁকান লিটন। তবে অন্য প্রান্তে থাকা মিরাজ ফিরেন মোহাম্মদ সিরাজের বলে। ৩ রানের বেশি করতে পারেন নি এই ব্যাটার। এরপর ফিরেন লিটনও। রবীন্দ্র জাদেজাকে লং অফ দিয়ে উড়িতে মারতে গিয়ে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। ব্যক্তিগত ৬৬ রানে থামতে হয়েছে তাকে। ৮২ বলে ৭ চারে এই ইনিংস সাজান তিনি।
ব্যাটিং সহায়ক উইকেটে ১৫তম ওভারে এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল বিনা উইকেটে ৯৩। সেখান থেকে বাংলাদেশ কোনোমতে আড়াইশ পেরিয়ে থামে ২৫৬ রানে। ভারতের তিন বোলার- জাসপ্রীত বুমরাহ-কুলদিপ যাদব-রবীন্দ্র জাদেজা দারুণ বল করেছেন আজ। এই তিন বোলারের কাছে ৫ উইকেট খুইয়েছে বাংলাদেশ। তাদের করা ৩০ ওভারে রান করেছে ১২৬। অন্যদিকে স্বাগতিকদের বাকি বোলারদের করা ২০ ওভারে ১২৯ রান করেন বাংলাদেশের ব্যাটাররা।
দলীয় ১৩৭ রানে ৪ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে টানছিলেন তাওহিদ হৃদয়-মুশফিকুর রহিম জুটি। তবে তাদের জুটি ভাঙে হৃদয়ে অহেতুক এক শটে। ৩৫ বলে ১৬ রান করে ধৈর্য্য হারিয়ে আউট হয়েছেন। শার্দুল ঠাকুরের করা শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে মিড উইকেটে গিলের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। মুশফিকও এরপর ফিরে গেছেন দ্রুত। তাকে আউট করেছেন বুমরাহ। জাদেজার হাতে ক্যাচ দিয়েছেন ৪৬ বলে ৩৮ রান করা মুশফিক।
এরপর মোহাম্মদ সিরাজের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন নাসুম আহমেদ। তার ব্যাট থেকে এসেছে ১৪ রান। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ৩৬ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন। তাকে দারুণ এক ইয়র্কারে বোল্ড করেছেন জসপ্রিত বুমরাহ। এরপর ইনিংসের শেষ বলে শরিফুলের ছক্কায় বাংলাদেশ লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে। রিয়াদ ৩টি করে ছক্কা-চারে সাজান এই ইনিংস।
ভারতের হয়ে পেসার বুমরাহ ১০ ওভারে মাত্র ৪১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। সিরাজ ১০ ওভারে ৬০ রান দিলেও নিয়েছেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। এছাড়া জাদেজা ১০ ওভারে মাত্র ৩৮ রান খরচা করে ২ উইকেট তুলে নেন। শার্দুল ও কুলদীপ নেন ১টি করে উইকেট। ২৫৭ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করতে নামবে উড়তে থাকা ভারত।
Discussion about this post