নিজস্ব প্রতিবেদকঃ জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। রোববার মিরপুরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকের ব্যাটে ১৫৭ রানের সংগ্রহ পেয়েছে টাইগাররা।
সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচে দলীয় ১৫ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মিরপুরে আজ আগে ব্যাট করতে নেমে প্রথমে ব্লেসিং মুজারাবানির বলে পুল করতে গিয়ে ২ রান করে ফিরেছেন তানজিদ হাসান তামিম। ছক্কা মেরে দারুণ কিছুর ইঙ্গিত সৌম্য সরকার ফেরেন পরের ওভারেই। স্পিনার ব্রায়ান বেনেটের বলে আউট হওয়ার আগে করলেন ৭ বলে ৭ রান।
প্রথমে মুজারাবানি বল ছাড়ার আগেই যেন মারার মাইন্ডসেট ঠিক করে রেখেছিলেন তামিম। তার বাড়তি বাউন্স পুল করতে গিয়ে টাইগার ওপেনার সোজা ওপরে তুলে দেন। দ্বিতীয় ওভারে ৯ রানেই বিদায় প্রথম উইকেটের। এরপর রান আর যোগ না করতেই সৌম্য’রও বিদায়। বেনেটের বলটি অফ স্টাম্পের বাইরে বেশ শর্ট লেংথেই ছিল। সেটিতে কাট করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন সৌম্য।
এরপর বাংলাদেশের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত। চতুর্থ উইকেটে দুজনে মিলে গড়েন ৬৯ রানের জুটি। বারবার ব্যর্থ হতে থাকা শান্ত এ ম্যাচে ২৮ বলে ৩৬ রান করে আউট হন। ওয়েলিংটন মাসাকাদজার ওভারে রায়ান বার্লকে ক্যাচ দেন তিনি। ৩৬ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম ফিফটি পূর্ণ করেন রিয়াদ। অন্যপ্রান্তে আগ্রাসী ছিলেন সাকিব আল হাসানও। তবে বেশিক্ষণ ক্যারি করতে পারেননি তিনি।
লুক জংউইর ওভারে দারুণ এক ক্যাচে তাকে ফেরান জনাথন ক্যাম্পবেল। ১৭ বল ২১ রান করেন বাংলাদেশ অলরাউন্ডার। ৩৫ বলে ফিফটি পূর্ণ করলেও ৪৪ বলে ৫৪ রান করে থামেন রিয়াদ। ইনিংসে ৬টি চার ও ১টি ছয় হাঁকান তিনি। সাকিব আউট হওয়ার পর ক্রিজে আসা জাকের খেলেন ১১ বলে ২৪ রানের ক্যামিও। তাতেই মূলত দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় টাইগাররা। সাইফউদ্দিন ৪ বলে করেন ৬ রান। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন মুজারাবানি ও বেনেট। ১টি করে উইকেট নেন মাসাকাদজা ও জংউই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post