নিজস্ব প্রতিবেদক:: দলের বাইরে থাকা অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার ফিরছেন জাতীয় দলের ক্যাম্পে। এই দুই ক্রিকেটারসহ ৩২ জন ক্রিকেটারকে ডাকা হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ দলে।
সোমবার থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্পে তাই চমক রিয়াদ-সৌম্যের ফেরা। ফিটনেস ও ইয়ো ইয়ো টেস্ট শেষে প্রস্তুুতি ক্যাম্পের এই প্রাথমিক স্কোয়াড থেকেই ঘোষণা করে হবে বাংলাদেশের এশিয়া কাপ দল।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিক ভাবে এশিয়া কাপের প্রস্তুুতি ক্যাম্পের কোনো তথ্য দেয়নি। জানা গেছে, সোমবার থেকে শুরু হচ্ছে এই ক্যাম্প। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার ক্যাম্পে ডাক পেলেও সুযোগ হচ্ছে না আনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন ও মৃত্যুঞ্জয় চৌধুরীর।
এছাড়াও সুযোগ পাচ্ছেন ইমার্জিং দলে খেলা জাকির হাসান, তানজিম হাসান সাকিব, মাহমুদুল হাসান জয়, তানজিদ তামিমরাও। প্রস্তুুতি ক্যাম্পের প্রাথমিক স্কোয়াডে থাকছেন নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, মেহেদী হাসান ও মোসাদ্দেক হোসেনরাও।
ক্যাম্পে ডাক পাচ্ছেন যে ৩২ ক্রিকেটার:
তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটুয়ারি, রেজাউর রহমান রাজা, রনি তালুকদার, তানজিম সাকিব, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী রাব্বি, জাকির হাসান, সাইফ হাসান, ইবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানজিদ তামিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post