স্পোর্টস ডেস্কঃ জুড বেলিংহামকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। দেওয়া হয়েছে আনুষ্ঠানিক বিবৃতিও। ১৯ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার রিয়ালে যোগ দিয়েছেন ৬ বছরের চুক্তিতে। ১৯ বছর বয়সী বেলিংহামের ট্রান্সফার ফি নিয়ে কোনো কিছু জানায়নি রিয়াল ও ডর্টমুন্ড। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবর অনুযায়ী, ট্রান্সফার ফির অঙ্কটা হতে পারে আট কোটি ৬০ লাখ পাউন্ড।
বয়স ১৯ হলেও বেলিংহাম ইতোমধ্যে ইংল্যান্ডের জার্সিতে খেলে ফেলেছেন। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলছেন তিন মৌসুম। প্লে মেকিং, গোল করানো এবং গোল দেওয়ায় মিলিয়ে তিনি ‘কমপ্লিট প্যাকেজ’। এবার তিনি মাঠ মাতাবেন রিয়াল মাদ্রিদের হয়ে। স্প্যানিশ ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় এখন এই তরুণ।
নিজেদের খেলোয়াড় হিসেবে বৃহস্পতিবার বেলিংহামকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় রিয়াল। সেখানে ইউরোপের সফলতম ক্লাবটিতে যোগ দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন এই ইংলিশ ফুটবলার। বেলিংহাম বলেন, ‘অর্থ আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমি যখন এই ধরনের সিদ্ধান্ত নেই, তখন আমি অর্থ নিয়ে মোটেও ভাবি না। আমি কখনোই তা করিনি, ভবিষ্যতেও আমি তা করব না। আমি কেবল ভালোবাসা থেকেই খেলি।’
মাদ্রিদ কেন বেছে নিলেন বেলিংহাম? উত্তরে তিনি বলেন, ‘ব্যাপারটা এমন নয় যে, অন্য দলগুলো খারাপ বা তারা ভালো নয়। স্রেফ এটাই যে, আমার কাছে মাদ্রিদই সেরা। মাদ্রিদের প্রতি ইংল্যান্ডে সবার অনেক শ্রদ্ধা রয়েছে। ঐতিহ্যগতভাবেই তারা ইউরোপ সেরা তাই এই চিন্তায় এখানে আসা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post