স্পোর্টস ডেস্কঃ লা লিগার শিরোপা নিশ্চিত। একই সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ফাইনালও নিশ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদের। অবনমন নিশ্চিত হওয়া গ্রানাডার বিপক্ষে তাই শনিবারের ম্যাচের একাদশের নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছিলো কোচ কার্লো আনচেলত্তি। তাতে জয় পেতে বেগ পেতে হয়নি মাদ্রিদকে। গ্রানাডাকে উড়িয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে লা লিগার রেকর্ড চ্যাম্পিয়নরা।
শনিবার বড় জয় পাওয়া রিয়াল রোববার ট্রফি নিয়ে উৎসব করেছে। ৪ ম্যাচ হাতে রেখে লা-লিগার শিরোপা নিশ্চিত করা রিয়াল আজ ট্রফি গ্রহণ করে। সেই ট্রফি নিয়ে মাদ্রিদে ফিরেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তাদের বরণ করতে আয়োজনের কমতি রাখেনি রিয়াল। ছাদখোলা বাসে করে মাদ্রিদের রাস্তায় প্রদক্ষিণ শেষে ক্লাবে ফিরেছেন খেলোয়াড়রা।। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফুটবলারদের অভিবাদন জানিয়েছেন ভক্তরা।
ট্রফি উদযাপনে ভক্তদের অনেকেই এসেছিলেন প্ল্যাকার্ড, মাফলার এবং বিভিন্ন ধরনের রং নিয়ে। এসবের মধ্যে এক ধরনের মাফলার বেশ নজর কেড়েছে। ক্লাবে যোগ দেয়ার আগেই কিলিয়ান এমবাপের ছবি সংবলিত মাফলার নিয়ে এসেছেন ভক্তরা। এদিকে এমবাপের নতুন ঠিকানা মোটামুটি সবারই জানা। চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন আগেই। তবে কোন ক্লাবে যাবেন তিনি সে বিষয়ে এখন পর্যন্ত কিছু না জানালেও রিয়ালে যাওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post