স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এটি রিয়ালের ১৩তম স্প্যানিশ সুপার কাপ শিরোপা। এর মধ্য দিয়ে ১৪টি শিরোপা জিতে শীর্ষে থাকা বার্সার সঙ্গে ব্যবধানও কমিয়ে এনেছে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি।
ম্যাচের মাত্র ১০ মিনিটে দুই গোল করে বসেন রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র। ফাইনালে কার্লো আনচেলত্তির শিষ্যরাও ম্যাচটি তখনই নিয়ে নেয় নিজেদের নিয়ন্ত্রণে। ৩৩ মিনিটে রবার্ত লেভানডফস্কি দুর্দান্ত ভলিতে একটি গোল শোধ করে ম্যাচে ফেরাতে চেয়েছিলেন বার্সাকে। কিন্তু এর ৬ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ভিনি। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। প্রথমার্ধের ছন্নছাড়া অবস্থাটা দ্বিতীয়ার্ধে কিছুটা কাটিয়ে উঠেছিল জাভির দল। কিন্তু ৬৪ মিনিটে রিয়ালের ব্যবধানটা ৪-১ করেন ভিনির ব্রাজিলিয়ান সতীর্থ রদ্রিগো। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির দল।
ম্যাচ শেষে মুভিস্টারের সঙ্গে কথোপকথনে বার্সা কোচ জাভি হার্নান্দেজের কণ্ঠেও ছিল সেই আত্মসমর্পণ ও অসহায়ত্বের সুর। তার মতে, ভিনির হ্যাটট্রিক ছোঁয়া গোলটির পরই আসলে ম্যাচের ভাগ্য গড়া হয়ে যায়। জাভি বলেন, ‘আমি হতাশ ও বিষন্ন। তবে ফুটবল এমনই এবং খেলাটির এই যন্ত্রণাময় দিকটির সঙ্গেও মানিয়ে নিতে হবে আমাদের। খুবই বিব্রতকর হার এটি। অনেক আশা নিয়ে ফাইনালে মাঠে নেমেছিলাম আমরা, কিন্তু সবচেয়ে বাজে খেললাম এ দিনই। আমাদের শুরুটাই ছিল খারাপ। ঘুরে দাঁড়ানোর সুযোগ অবশ্য এসেছিল, তবে পেনাল্টি গোলটিই খেলা শেষ করে দেয়। ম্যাচে কখনোই খুব একটা স্বস্তিতে থাকতে পারিনি আমরা। পাল্টা আক্রমণে আমাদের অনেক ক্ষতি করে ফেলে রিয়াল মাদ্রিদ। সমর্থকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী, আমরা লড়াই করতে পারিনি।’
Discussion about this post