Home ফুটবল ক্লাব ফুটবল রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডে বেনজেমা

রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ স্কোয়াডে বেনজেমা

0

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার লিভারপুলের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। আগের দিন (সোমবার)  হাইভোল্টেজ ম্যাচটির জন্য ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা। লিভারপুলের বিপক্ষে ৩৫ বছর বয়সী এই ফুটবলারকে পাওয়া নিয়ে জেগেছিল শঙ্কা। সবশেষ লিগ ম্যাচে বিশ্রামে ছিলেন তিনি। ওসাসুনার বিপক্ষে মাঠে নামতে না পারা বেনজেমা এর আগের ম্যাচে (এলচে) চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। ফলে অলরেডদের বিপক্ষে অনিশ্চিত ছিলেন। তবে স্বস্তির খবর, পুরোদমে অনুশীলন শুরু করা এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড স্কোয়াডে আছেন ইয়ের্গুন ক্লপের দলের বিপক্ষে।

মিডফিল্ডে অভিজ্ঞ লুকা মদ্রিচের সঙ্গে আছেন ফেদে ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, মারিও মার্তিন, সার্জিও আরিবাস ও দানি সেবাইয়োস। তবে অসুস্থতার কারণে লা লিগায় রিয়ালের সবশেষ দুই ম্যাচে খেলতে পারেননি টনি ক্রুস। ফ্লু থেকে এখনও সেরে ওঠেননি ওহেলিয়া চুয়ামেনি। মিডফিল্ডের এই দুই ফুটবলার নেই স্কোয়াডে।

রিয়াল মাদ্রিদ স্কোয়াড-

গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন, লোপ…

ডিফেন্ডার: আলাবা, রুডিগার, মিলিতাও, নাচো, ভালেজো, কারভাহাল, ওড্রিওজোলা, ভাজকেজ।

মিডফিল্ডার: মডরিচ, ভালভার্দে, কামাভিঙ্গা, আরিবাস, সেবেলোস, মার্টিন।

ফরোয়ার্ড: বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো, আলভারো, হ্যাজার্ড, অ্যাসেনসিও।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version