স্পোর্টস ডেস্ক:: পিএসজি ছেড়ে যে লক্ষ্য নিয়ে রিয়াল মাদ্রিদে এসেছেন কিলিয়ান এমবাপে, সেই লক্ষ্যের পেছনে ছুটছেন দুর্দান্ত গতিতে। চ্যাম্পিয়ন্স ট্রফি ও ব্যালন ডি’অর জয়ের স্বপ্নে বিভোর এমবাপে এবার মাদ্রিদের জার্সিতে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন। লা লিগায় রাতের ম্যাচে তার হ্যাটট্রিকেই রিয়াল উড়িয়ে দিয়েছে রিয়াল ভায়োদোলিদকে।
কিলিয়ান এমবাপের ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিতেছে ৩-০ ব্যবধানে। দলের সবগুলো গোলই করেছেন ফরাসি তারকা। দুর্দান্ত এই জয়ে পয়েন্ট ব্যবধানটা বাড়িয়ে নিয়েছে রিয়াল। টেবিলের তলানিতে থাকা প্রতিপক্ষ ভায়োদোলিদের পয়েন্ট ২১ ম্যাচে ১৫। দুই থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ৪ পয়েন্ট এগিয়ে গেছে টেবিলটপাররা। ২১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে অ্যাথলেটিকোর পয়েন্ট ৪৫। এক ম্যাচ কম খেলে বার্সেলোনা মালিক ৩৯ পয়েন্টের।
ভায়োদোলিদের মাঠ হোস জোরিলা স্টেডিয়ামে ম্যাচের ৩০তম মিনিটের মাথায় প্রথম গোল করেন এমবাপে। জুড বেলিংহ্যামের সঙ্গে ওয়ান টু ওয়ান বল নিয়ে ডি-বক্সের ভেতর প্রবেশ করে ডান পায়ের দারুণ এক শটে আদায় করেন প্রথম গোল। পিএসজি এগিয়ে যায় ১-০ ব্যবধানে। লিড নিয়েই বিরতিতে যায় এমবাপের দল।
বিরতির পর জোড়া গোল করেন হ্যাটট্রিক করেন ফরাসি তারকা। ম্যাচের ৫৭তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি। রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাকে গিয়ে রদ্রিগো বল পাস দেন এমবাপের কাছে। বল পায়ে পেনাল্টি বক্সের বাঁ পাশ থেকে শট নেন এমবাপে। তাতেই পিএসজি এগিয়ে যায় ২-০ গোলে।
ম্যাচের অন্তিম সময়ে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। ডি-বক্সের ভেতর রিয়ালের জুড বেলিংহ্যামকে ট্যাকল দেন ভায়োদোলিদের ফুটবলার মারিও মার্টিন। পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার আগে ভিএআরের সহায়তা নেন রেফারি। পরিস্থিতি গভীর পর্যবেক্ষণের পর ফাউলের সঙ্গে মার্টিনকে লাল কার্ডও দেখান।
ম্যাচ শেষে হ্যাটট্রিকম্যান এমবাপে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘হ্যাটট্রিকের জন্য খুশি। তবে জয়ের জন্য আরও বেশি খুশি, আমি প্রতি সপ্তাহে বলি। তবে অ্যাথলেটিকোর বিপক্ষে ড্রয়ের পরে আজকের জয়টা গুরুত্বপূর্ণ ছিল। আমাদের ভালো খেলতে হবে। আমরা দলগত প্রচেষ্টায় প্রথম গোলটি করেছি। দ্বিতীয়ার্ধে আমরা আরও ভালো খেলতে পারতাম। তবে আমরা দ্বিতীয় গোল করেছি। (খেলা) ভালোভাবে পরিচালনা করেছি এবং তৃতীয় গোল করেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/.নিপ্র/ডেস্ক/০০