স্পোর্টস ডেস্কঃ লা লিগায় রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। এই ম্যাচে করিম বেনজেমাকে ছাড়াই খেলতে যাচ্ছে রিয়াল। ম্যাচটির জন্য স্কোয়াডে রাখা হয়নি এই তারকা ফরোয়ার্ডকে।
লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে বেশ পিছিয়ে দুইয়ে আছে রিয়াল। তিনে অ্যাথলেটিকো মাদ্রিদ। আজ রাতে চারে থাকা রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে আনচেলত্তির দল। ম্যাচ হবে সোসিয়েদাদের মাঠে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি।
সোসিয়েদাদ ম্যাচে বেনজেমার না খেলার কোনো কারণ জানায়নি রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে শিরোপাধারী রিয়াল। প্রথম লেগ হবে আগামী ৯ মে। এর আগে আছে কোপা দেল রের ফাইনাল। ওসাসুনার বিপক্ষে ফাইনাল খেলবে মাদ্রিদের দলটি। ধারণা করা হচ্ছে বেনজেমাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছেন না আনচেলত্তি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post