স্পোর্টস ডেস্কঃ গত রোববার হঠাৎ করেই করিম বেনজেমার ক্লাব ছাড়ার ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। তার ভবিষ্যৎ ঠিকানা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী মৌসুম থেকে আল ইত্তিহাদের হয়ে খেলবেন তিনি। সৌদি প্রো লিগের শিরোপাধারীদের সঙ্গে তার তিন বছরের চুক্তি হয়েছে।
মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত বিদায় অনুষ্ঠানে এক বক্তব্যে বেনজেমা জানান, তিনি রিয়ালেই অবসর নিতে চেয়েছিলেন। রিয়াল ছাড়লেও তিনি আজীবন রিয়ালের ভক্ত হয়েই থাকবেন। বেনজেমা বলেন, ‘এখন বিষয়টা কিছুটা দুঃখজনক, কারণ আমি ক্লাব ছেড়ে যাচ্ছি। আমি মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছিলাম এবং এখানে অবসর নিতে চেয়েছিলাম, কিন্তু তেমনটা হলো না।
২০০৯ সালে স্বদেশের ক্লাব লিওঁ থেকে রিয়ালে যোগ দেন বেনজেমা। মাদ্রিদের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৪৮ ম্যাচে তার গোল ৩৫৪টি। তার চেয়ে বেশি গোল আছে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদোর, ৪৫০টি। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগাসহ রিয়ালের জার্সিতে সব মিলিয়ে বেনজেমা জিতেছেন ২৫টি ট্রফি। বিদায় বেলায় তিনি সমর্থকদের ধন্যবাদ দিতে ভুললেন না। ‘আমি সবসময় মাদ্রিদের ভক্ত থাকব। আমাকে সবসময় সেই শক্তি দেওয়ার জন্য ভক্তদেরও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post