স্পোর্টস ডেস্কঃ গতকাল রাতে রিয়াল সোসিয়েদাদকে হারানোর পর লা লিগায় শিরোপার আরও কাছে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দল সোসিয়েদাদের মাঠে জিতেছে ১–০ গোলে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন ১৪। ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮৪ এবং এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা বার্সার পয়েন্ট ৭০।
ম্যাচের ২৯ মিনিটে দানি কারভাহালের সহায়তা গোলটি করেন আর্দা গুলার। এ দিন ম্যাচের শুরুর একাদশেই তুরস্কের এই ফুটবলারকে রাখা হয়। এর আগে লা লিগায় শুরুর একাদশে নামার সুযোগ পাননি গুলার। তাতে প্রথম সুযোগেই বেশ ভালো আস্থার প্রতিদান দিয়েছেন। দলকে জেতাতে পেরে তাই তিনি বেশ উচ্ছ্বসিত। গুলার বলেন, ‘সতীর্থদের অভিনন্দন জানাতে চাই (জয়ের জন্য) এবং কার্লো আনচেলত্তিকে ধন্যবাদ দিতে চাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি খুবই খুশি যে আজকে গোল করেছি এবং দল জিতেছে। রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। তাদের হয়ে গোল করতে পারার অনুভূতি সবচেয়ে সেরা। অবশ্যই এই ক্লাবে থাকতে পেরে আমি খুশি। শুধু শারীরিকভাবেই নয়, মানসিক উন্নতি নিয়েও কাজ করে চলেছি আমি। ধৈর্য ধরে অপেক্ষা করছি, মানসিকতার উন্নতি হচ্ছে।’
চ্যাম্পিয়নস লিগে আগামী মঙ্গলবার রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল দলের মূল একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন রিয়াল কোচ আনচেলত্তি। জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র, এদোয়ার্দো কামাভিঙ্গা এবং আন্তোনিও রুডিগারদের মতো তারকাদের বিশ্রাম দিয়েই একাদশ সাজান এ ইতালিয়ান কোচ। এরপরও অবশ্য জয় পেতে সমস্যা হয়নি রিয়ালের। গুলারের করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান এখন ১৪। ৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৮৪ এবং এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা বার্সার পয়েন্ট ৭০।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post