স্পোর্টস ডেস্কঃ নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে গেল অ্যাথলেটিকো মাদ্রিদ। লা লিগার পয়েন্ট টেবিলে এখন দুইয়ে আছে তারা। ১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকা রিয়ালের অবস্থান তিনে। ৩৩ ম্যাচে অ্যাথলেটিকোর পয়েন্ট ৬৯। সমান ম্যাচে কার্লো আনচেলত্তির দলের অর্জন ৬৮ পয়েন্ট।
গত রাতে কাদিজকে উড়িয়ে দিয়েছে অ্যাথলেটিকো। ম্যাচ জিতেছে ৫-১ গোলের ব্যবধানে। এ জয়ে রিয়ালকে টপকে দুই নম্বরে উঠে এসেছে দিয়েগো সিমিওনের দল। ঘরের মাঠ সিভিটাস মেট্রোপলিটানোতে আধিপত্য বিস্তার করে খেলে স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ডি-বক্সে ইয়েনিক ক্যারাস্কোর পাস থেকে গোল করেন ফরাসি তারকা অ্যান্তেনিও গ্রিজম্যান।
ম্যাচের ২৭ মিনিটে দলকে আবার এগিয়ে দেন গ্রিজম্যান। ডি-বক্সের বাইরে থেকে থমাস লামারের সঙ্গে ওয়ান টু-ওয়ান খেলে দারুণ এক গোল করেন বিশ্বকাপজয়ী এই তারকা। বিরতির পর ৪৯ মিনিটে সহজ এক গোল করেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। মারিও হারমোসোর পাস থেকে গোল করেন তিনি। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ক্যারাস্কো। ডি-বক্সে কাদিজের রুবেন আলকারাজ হ্যান্ড বল করলে পেনাল্টি পায় অ্যাথলেটিকো।
অবশেষে ম্যাচের ৭২ মিনিটে গোলের দেখা পায় কাদিজ। অ্যান্টনি লোজানো গোলটি করেন। তবে তার পরের মিনিটেই আরেকটি গোল করে অ্যাথলেটিকো। এবারের গোলস্কোরার আর্জেন্টাইন ডিফেন্ডার নেহুয়েল মোলিনা। স্বদেশী রদ্রিগো ডি পলের এসিস্ট থেকে গোলটি করেন তিনি। ৩৩ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা অ্যাথলেটিকোর চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post