স্পোর্টস ডেস্কঃ জুড বেলিংহাম এবার মৌসুমের শুরুতেই রিয়াল মাদ্রিদকে দিয়েছেন দুঃসংবাদ। দলীয় অনুশীলনে চোটে পড়েছেন তিনি। ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন এই মিডফিল্ডার। এর আগে দলটির আরেক মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাও চোটে পড়েন। হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির ফরাসি এই ফুটবলার।
এদিকে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) হতাশা প্রকাশ করেছেন বেলিংহাম। তিনি বলেন, ‘ম্যাচ খেলতে না পারাকেই সবচেয়ে বেশি ঘৃণা করি। তবে এর ইতিবাচক দিকগুলোও বোঝার চেষ্টা করছি। ব্যস্ত একটি বছরের পর আমার শরীর সম্ভবত বার্তা দিচ্ছে, এখন একটু বিশ্রাম প্রয়োজন। আমি খুব হতাশ। তবে মাঠে ফেরার আগপর্যন্ত ভক্ত হিসেবে সতীর্থদের সমর্থন দিয়ে যাব।’
গত মৌসুমে রিয়ালের লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেলিংহাম। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্ট করেন তিনি। এবার লিগ শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা ভালো হয়নি রিয়ালের। গত সপ্তাহে প্রথম ম্যাচে মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কোচ কার্লো আনচেলত্তি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০