স্পোর্টস ডেস্ক:: স্প্যানিশ লা লিগা হেরে গেছে রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির দলকে হারিয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। অ্যাতলেটিকো মাদ্রিদ দুর্দান্ত এক খেলা উপহার দিয়ে রিয়ালকে হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে।
এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠা হলো না মাদ্রিদদের। পুরো ম্যাচে ভালো খেলেও বেলিংহামদের হারতে হয়েছে। ৬৩ শতাংশের বেশি সময় বল নিজেদের নিয়ন্ত্রেণ রাখা দলটিই দ্বিতীয়ার্ধে কোনো গোলের দেখা পায়নি। প্রথমার্ধে পিছিয়ে পড়ার ব্যবধান কমালেও জিততে পারেনি।
ম্যাচের শুরুতেই অ্যাতলেটিকো মাদ্রিদ লিড নিয়ে নেয়। ৪র্থ মিনিটে আলবারো মোরাতার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। কুড়ি মিনিটের আগেই ব্যবধান বাড়িয়ে নেন গ্রিজম্যান। ম্যাচের ১৮তম মিনিটে তার গোলেই অ্যাতলেটিকো এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদ টনি ক্রুসের গোলে ৩৫তম মিনিটে ব্যবধান ২-১ করে। তবে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়। অ্যাতলেটিকো মাদ্রিদ লিড ধরে রেখে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে খেলার শুরুতেই অ্যাতলেটিকো ব্যবধান আরো বাড়িয়ে নেয়। ম্যাচের ৪৬তম মিনিটে আলবারো মোরাতা জোড়া গোল পূর্ণ করে ফেলেন। মাদ্রিদ পিছিয়ে পড়ে ৩-১ ব্যবধানে। লুকা মদ্রিচ, বেলিংহামরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়।
ছয় ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা। আজকের ম্যাচটি জিতেত পারলে রিয়াল উঠতো টেবিলের শীর্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০