রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে অ্যাসেনসিও

0
130

স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদের পাঠ চুকিয়ে পিএসজিতে যোগ দিলেন মার্কো অ্যাসেনসিও। তিন বছরের জন্য প্যারিসের দলটিতে চুক্তিবদ্ধ হয়েছেন স্প্যানিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার। ‘ফ্রি এজেন্ট’ হিসেবে পিএসজিতে যোগ দিয়েছেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফ্রেঞ্চ লিগের শীর্ষ দলটি।

২০১৪ সালে রিয়ালে নাম লেখান অ্যাসেনসিও। ক্লাবটির হয়ে ১৭টি শিরোপা জিতেছেন তিনি। তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রের শিরোপা আছে তাঁর নামের পাশে।

রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৯টি ম্যাচ খেলেছেন অ্যাসেনসিও। ৬১টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৯টি গোল। এবার তার সামনে ফ্রান্সে নিজের ছাপ রাখার চ্যালেঞ্জ। লিগ ওয়ানের সফলতম দলটিতে তিনি খেলবেন লুইস এনরিকের অধীনে।

পিএসজিতে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ এনরিকে। ২০২২ বিশ্বকাপের শেষ ষোলো থেকে স্পেনের বিদায়ের পর কোচের পদ হারান তিনি। এরপর থেকে বেকার ছিলেন অভিজ্ঞ এই কোচ। এবার ফিরলেন ইউরোপের অন্যতম শীর্ষ ক্লাব- পিএসজির দায়িত্বে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here