স্পোর্টস ডেস্ক:: ব্যর্থ এক মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ নতুন করে দল সাজাতে চাইছে। আর তাতে করে দলটি ছেড়ে যাচ্ছেন স্ট্রাইকার মার্কো এসেনসিও। মৌসুম শেষেই তিনি পাড়ি জমাচ্ছেন ফরাসি ক্লাব পিএসজিতে। স্প্যানিশ এই তারকাকে রিয়াল রাখতে চাইলেও তিনি থাকতে চাইছেন না।
ইএসপিএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কো অ্যাসেনসিও রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি নবায়ন করবেন না। এই মৌসুমেই শেষ হবে তার চুক্তি। দীর্ঘ দিন থেকে ক্লাবটিতে তিনি বদলী ফরোওয়ার্ড হয়ে খেলছেন। তার এজেন্ট হোর্হে মেন্দিস পিএসজির সঙ্গে যোগাযোগ করছেন।
ফরাসি ক্লাবটিতে খেলতে চান এই তারকা। তবে তাকে দলে পেতে চায় অ্যাস্টন ভিলা, জুভেন্টাস ও এসি মিলানের মতো ক্লাব গুলোও। স্প্যানিশ এই তারকার এজেন্টের সঙ্গে এই ক্লাবগুলোও যোগাযোগ করেছে।
পিএসজিতে গেলেও গুরুত্ব পাবেন তিনি। ফরাসি ক্লাবটির দুই বড় তারকা লিওনেল মেসি ও নেইমার এই মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ীর ক্লাব ছাড়া অনেকটা নিশ্চিত। ব্রাজিলিয়ান তারকাও ক্লাবটি ছাড়ছেন। তার উপর সন্তুুষ্ট নয় ফরাসি ক্লাবের কর্মকর্তারা।
ফরাসি জায়ান্টরা আগে ভাগেই মেসি-নেইমারদের বদলী খুঁজা শুরু করে দিয়েছে। তাই মার্কো অ্যাসেনসিও’র আগ্রহটাকে কাজে লাগাতে পারে দলটি। রিয়াল মাদ্রিদের এই তারকার পরবর্তী ঠিকানা হচ্ছে প্যারিস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post