রিয়াল মাদ্রিদ তারকার বাড়িতে ডাকাতি

0
41

স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদ উইঙ্গার রদ্রিগোর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে কী কী জিনিস খোয়া গেছে, তা জানা যায়নি। মাদ্রিদের পুলিশ এখনো কাউকে আটক করতে পারে নি।

গত শনিবার রাতে কোপা দেল রে’র ফাইনালে ওসাসুনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে জোড়া গোল করে তাদের নায়ক বনে যান রদ্রিগো। আর সেই রাতের ডাকাতি হয় তার বাড়ি।

স্পেনের সংবাদমাধ্যমের খবর, যখন রিয়াল মাদ্রিদ ফাইনাল ম্যাচ খেলছিল, তখন রদ্রিগোর বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। বিষয়টি বাড়ির নিরাপত্তা কর্মী পুলিশকে জানান। ডাকাতির ঘটনায় অভিযুক্তদের খুঁজছে মাদ্রিদের পুলিশ।

এর আগে ২০১৯ সালে রিয়াল মাদ্রিদের তৎকলীন কোচ জিনেদিন জিদান ও খেলোয়াড় ইস্কোর বাড়িতে ডাকাতি হয়। একই ঘটনার শিকার হন লস ব্লাঙ্কোসদের আরেক খেলোয়াড় করিম বেনজেমা ও বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে! সাম্প্রতিক বছরগুলোতে খেলোয়াড়দের বাড়িতে ডাকাতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here