স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের গোলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়েছিলো রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে বেলজিয়াম তারকা কেভিন ডি ব্রুইনের গোলে ম্যানচেস্টার সিটি আপাতত রিয়ালের ফাইনাল স্বপ্ন আটকে রাখলো। দুই দলের মহারণ শেষ হলো অমিমাংসিত ভাবেই। কেউ পারলো না জিততে।
ম্যানসিটি-রিয়াল মাদ্রিদের সেমিফাইনালের প্রথম লেগ শেষ হলো ১-১ গোলের সমতায়। এগিয়ে যাওয়া হলো না কারো।চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কে যাবে? রিয়াল মাদ্রিদ নাকি ম্যানচেস্টার সিটি? সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। ইতিহাদ স্টেডিয়ামেই ফাইনালিস্ট নির্ধারণ হবে সেমিফাইনালের দ্বিতীয় লেগে। প্রথম লেগ শেষে কেউই এগিয়ে থাকতে পারলো না।
সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। সিটির উপর চাপ তৈরি করে দলটি। ফলও প্রায় দ্রুত। ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় তারা। ৩৬তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় পেপ গার্দিওয়ালার দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে সিটিও ম্যাচ জমিয়ে তুলে। শুরুর চাপ আর ধরে রাখতে পারেনি রিয়াল। একের পর এক আক্রমণে অবশেষে সমতায় ফেরে দলটি। ম্যাচের ৬৭তম মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে সিটি স্কোর লাইন ১-১ করে ফেলে।
ফাইনালে লড়াইয়ে এগিয়ে যাওয়ার জন্য ম্যাচের বাকীটা সময় দুই দলই আক্রমণের পসরা সাজায়। তবে গোলের দেখা পায়নি কেউ। তাই সেমিফাইনালের প্রথম লেগ অমিমাংসিত রেখেই মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদকে। দ্বিতীয় লেগে জয়ী দল যাবে ফাইনালের মঞ্চে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post