স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। টি-২০ বিশ্বকাপে পারফর্ম করা এই টাইগার লেগ স্পিনারকে নিয়ে নতুন করে আশা দেখছে বাংলাদেশ। দিনে দিনে পরিণত হচ্ছেন বাংলার লেগি।
তবে তাকে এখনি টেস্ট দলে চান না বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিসিবির এচইপি’র একটি দল চার দিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়াতে চলে গেছে। বিসিবির টাইগার্স স্কোয়াডের অনুশীলন চলছে চট্টগ্রামে। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবিও ব্যস্ত সময় পার করছে।
ঢাকায় একটি অনুষ্ঠনে টাইগার অধিনায়ককে কথা বলতে হয়েছে এইচপির অস্ট্রেলিয়া সফর, পাকিস্তানের বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজ নিয়ে। সেখানেই সাংবাদিকেরা বিশ্বকাপে পারফর্ম করা রিশাদকে টেস্ট দলে দেখা যাবে কিনা জানতে চাইলে অধিনায়ক জানান, এখনি তিনি টেস্ট দলে রিশাদকে দেখছেন না। শান্ত বলেন ‘আমার যতটুকু মনে হয়…আমার মনে হয় না এই মুহূর্তে ও লাল বলের জন্য পুরোপুরি প্রস্তুত।’
পাকিস্তানের কিংবদন্তী মুশতাকের অবদান নয় শুধু, রিশাদের পেছনে দেশীয় কোচদেরও অবদান জানিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘খুবই ভালো কাজ করেছেন মুশতাক। রিশাদসহ অন্য স্পিনাররাও ওনার সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পেরেছে। তবে আমি শুধু মুশতাক আহমেদকেই কৃতিত্ব দিতে চাই না। রিশাদ কিন্তু তারও আগে থেকে আমাদের স্থানীয় কোচদের কাছে কোচিং নিচ্ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

































Discussion about this post