স্পোর্টস ডেস্ক:: জিম আফ্রো টি-১০ বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনের পর এবার দল পেয়েছেন এনামুল হক বিজয়। রিশাদ হোসেন প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে দল পেয়ে ছিলেন। এনামুল হক বিজয়কে প্লেয়ার্ড ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস।
বিজয়ের দল আইকন ক্রিকেটার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার তারকা ডেভিড ওয়ার্নার। দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছে জিম আফ্রো টি-১০ লিগ। ২১ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ২৯ সেপ্টেম্বর। জিম্বাবুয়ের হারারেতে হবে লিগের সবক’টি ম্যাচ।
জিম আফ্রো টি-১০ লিগের এবারের আসরে বাংলাদেশ থেকে দল পেয়ে ছিলেন রিশাদ হোসেন। হারারে বোল্টস তাঁকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। এবার দল পেলেন বিজয়।
জিম আফ্রো টি–১০ লিগের প্রথম আসরে বাংলাদেশ থেকে খেলেছিলেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
‘সি’ ক্যাটাগরি থেকে এনামুলকে বুলাওয়ে ব্রেভস দলে নিয়েছে।এই দলে ওয়ার্নার ছাড়াও আছেন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাফেট, শ্রীলঙ্কার আকিলা দনাঞ্জয়ারা। এই দলের কোচের দায়িত্বে থাকবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০