স্পোর্টস ডেস্কঃ রেকর্ড রান তাড়ায় শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। চারে নেমে থিতু হতে পারলেন অধিনায়ক সাকিব আল হাসানও। অহেতুক আউট হলেন বাঁহাতি এই ব্যাটার। রিস টপলির তৃতীয় শিকার হওয়ার আগে মাত্র ১ রান করেছেন তিনি।
চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন সাকিব ও লিটন। কিন্তু ষষ্ঠ ওভারে রিস টপলির দুর্দান্ত এক ডেলিভারিতে সাকিবও আউট। ৯ বলে ১ রান করে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক। ২৩ বলে দুজনের ১২ রানের জুটিও ভেঙে গেল। অফ স্টাম্পে পিচ করে সোজা যাওয়া বলের লাইনে যেতে পারেননি সাকিব। ব্যাটের কানা এড়িয়ে উড়িয়ে দেয় স্টাম্প। ৯ বলে সাকিব করেন ১ রান। ৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৬।
এর আগে রান তাড়ায় দ্বিতীয় ওভারেই ফিরেছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। টপলির বলে এজ হয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। মাত্র ১ রান করেছেন তামিম। পরের বলে ফিরেছেন নাজমুল হোসেন শান্তও। রানের খাতা খোলার আগেই ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
প্রথম ওভারে লিটন ভালো শুরু এনে দিলেও পরের ওভারেই স্লিপে ক্যাচ দিয়ে ফিরেন ওপেনার তামিম। ইংল্যান্ডের বাঁহাতি পেসার টপলির বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। তামিম আউট হওয়ার পরের বলেই পয়েন্টে ক্যাচ দিয়ে আউট শান্ত। দ্বিতীয় ওভারে টানা দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০