রিয়ালে এক মাস অনুপস্থিত রামোস

0
18

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইয়ে ইনজজুরিগ্রস্ত হয়ে রামোস ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদ থেকে। মাদ্রিদের বেশ কয়েকজন খেলোয়াড় এ নিয়ে ইনজুরিতে পড়লেন। সবশেষ সদস্য সার্জিও রামোস।

রামোস বিশ্বকাপ বাছাইয়ে স্পেনের হয়ে আলবেনিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচটিতে হাঁটুর ইনজুরিতে পড়েন।

পূর্ণ ফিটনেস ফিরে পেতে রামোসের এক মাস সময় লাগতে পারে। তাই পরবর্তী বেশ কয়েকটি ম্যাচে অধিনায়ককে পাচ্ছে না রিয়াল। এরই মধ্যে মার্সেলো, ক্যাসেমিরো ও লুকা মডিরিচের ইনজুরিতে শক্তভাবে মৌসুম শুরু করার লক্ষ্য বাধাগ্রস্ত হচ্ছে!

অবশ্য রামোসের ইনজুরি অতটা গুরুতর নয় বলেই দাবি করছেন স্প্যানিশ কোচ জুলেন লোপেতেগুই, ‘রামোসের ইনজুরি দেখে মনে হচ্ছে হাঁটু মচকে গেছে। আশা করছি এটা গুরুতর কিছু হবে না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here